জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক শফিকুল ইসলাম সেন্টু বলেছেন, কোন ষড়যন্ত্রই জাতীয় পার্টির ঐক্যে ফাটল ধরাতে পারবে না। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ। যারা দালালী করবে তারা কেউ রেহাই পাবে না। দালালদের জায়গা জাতীয় পার্টিতে হবে না।
তিনি বলেন, যুগে যুগে যারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। তিনি বলেন, ঢাকা মহানগরের প্রতিটি নেতা-কর্মী এখন প্রস্তুত হয়ে আছে। দালালদের কোন ছাড় দেয়া হবে না। তিনি বলেন, যারা জাতীয় পার্টির হয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাদের কেউ বিশ্বাস করবে না।
বাংলাদেশের রাজনীতির মাঠে দালালদের ঠাই হবে না। আগামী মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন সফল করতে সবার প্রতি আহবান জানান শফিকুল ইসলাম সেন্টু।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম সেন্টু এ কথা বলেন।
মতবিনিময় সভায় আরো বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, বিভিন্ন থানা থেকে বক্তব্য রাখেন নাসির উদ্দিন সরকার, কাজী আবুল খায়ের, আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, মোহাম্মদ আলী, মাহফুজ মোল্লা, নজরুল ইসলাম, এসএম হাশেম, রাজ মোহাম্মদ ওমর ফারুক, ডা. নাসির উদ্দিন বকুল, আলমাস, আলমগীর হোসেন, হাজী মাসুম, আলাল উদ্দিন আলাল, শিশির, মাহমুদুর রহমান আলাল, মাসুম, জলিল, মাসুম, নাজমুল হাসান নয়ন, বাবুল, মোহাম্মদ ইব্রাহীম, শাখাওয়াত হোসেন দুলাল, আবুল বাশার, কাজল, চৌধুরী সাজ্জাদ পারভেজ, মকবুল আহমেদ মুকুল, বজলুর রহমান মৃধা, মোঃ রিপন, মোঃ সেলিম, মোঃ রফিক প্রমুখ।