বিএনপির রাজনীতি দেশের মানুষের আশা ও তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে পরিচালিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নতুন বাংলাদেশ পরিচালনা করবেন তারেক রহমান।
আজ শনিবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, শেখ হাসিনার পলায়নের পর দেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। বিএনপির রাজনীতি মানুষের ভবিষ্যতের জন্য হবে।
তিনি বলেন, অতীতে বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।