দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি এক লাখ ২১ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল লাঙল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট।
২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এ ছাড়া টিপু মুনশি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত।
সম্প্রতি কালের কণ্ঠ’র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে টিপু মুনশি রংপুর-৪ আসন নিয়ে তার নানা উদ্যোগ, উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
সংসদ সদস্য টিপু মুনশি বলেন, ‘জনগণের ভালোবাসায় অনেক ভোটে জয়লাভ করেছি। রংপুরের পীরগাছা ও কাউনিয়ার মানুষের দাবি পূরণ করা হবে।
আমার নির্বাচনী এলাকার ৯৫ শতাংশ উন্নয়নকাজ শেষ করা হয়েছে। বাকি কাজ সম্পন্ন করব দ্রুত। যেসব প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছে, সব পূরণ করা হবে।’
সংসদ সদস্য টিপু মুনশি বলেন, ‘যেহেতু পীরগাছা ও কাউনিয়ার অনেক এলাকার রাস্তা এখনো কাঁচা আছে, সেই রাস্তা পাকাসহ বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা ও মন্দির এসবের উন্নয়ন করা হবে।