করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘খুবই স্থিতিশীল’ বলে মন্তব্য করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী।
আজ সোমবার বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে মতামত জানান চিকিৎসকরা। বিকাল ৫টায় চিকিৎসক দল খালেদার গুলশানের বাসায় প্রবেশ করেন। খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করে পরে সাংবাদিকদের মুখোমুখি হন চিকিৎসকরা।
ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘খালেদা জিয়া খুবই ভালো আছেন। তাঁর অবস্থা খুবই স্থিতিশীল। আর এক সপ্তাহ যদি ওনার অবস্থা এভাবে স্থিতিশীল থাকে, তাহলে বলা যায় উনি বিপদমুক্ত হলেন।’
চিকিৎসকরা বলেন, খালেদা জিয়ার করোনাভাইরাসের সংক্রমণ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো তাঁকে কোনো হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন নেই।
বর্তমানে খালেদা জিয়ার অবস্থা খুবই স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা।
এর আগে খালেদা জিয়ার বিষয়টি পর্যালোচনা করতে বৈঠকে বসেছে তার ব্যক্তিগত মেডিকেল বোর্ড।
মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকীর নেতৃত্বে মেডিকেল বোর্ড সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজায়’ বসেন।
মেডিকেল টিমে আরও রয়েছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুস শাকুর খান, ইউরোলোজিস্ট অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মো. আল মামুন।