English

19 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

গ্রেফতারের আগে সাখাওয়াতের প্রশ্ন, কতদিন জেলে রাখবে সরকার?

- Advertisements -

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার সন্ধ্যায় ইফতারের কিছুক্ষণ আগে তাঁকে লালবাগ কেল্লার মোড়ে তার বাসা থেকে গ্রেফতার করে ডিবি’র সদস্যরা।

গ্রেফতার হওয়ার কিছুক্ষণ আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের গ্রেফতার হওয়ার সম্ভবনার বিষয়ে কথা বলেন মুফতি সাখাওয়াত। বলেন, ‘সরকার চাইলে তো গ্রেফতার এড়ানো যাবে না। তবে সরকার কত গ্রেফতার করবে, কতদিন জেলে রাখবে?’

মুফতি সাখাওয়াত হোসেন বলেন, মামলা, গ্রেফতার সবকিছু আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি জেলা ও উপজেলায় আইনজীবীদের নিয়ে দুই থেকে তিন সদস্যের আইনি সহায়তা সেল গঠন করা হবে। হেফাজতে ইসলামের নেতাকর্মীদের মামলা ও গ্রেফতারের বিষয়ে তারা কাজ করবেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন