English

22 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না: মোশাররফ

- Advertisements -

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ‘এ সরকারের অধীনে জনগণ ও বিএনপি কোনো নির্বাচনে যাবে না। কোনো নির্বাচন করতেও দেওয়া হবে না।’

শনিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির (কাজী জাফর) যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতির আহ্বায়ক মহসীন সরকারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, অনেকেই বললেন, যে নির্বাচন কমিশন গঠন হবে, সব দলকেই এ কমিশনকে সহযোগিতা করতে হবে। কিন্তু এ নির্বাচন তো দলীয় কমিশন। সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা এ নির্বাচন কমিশনের নেই। এ কমিশন শেখ হাসিনার বাইরে এক পা নড়াচড়া করতে পারে না।

রাষ্ট্রের সব সেক্টর দলীয়করণ করা হচ্ছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘রাষ্ট্র পরিচালনার জন্য যে মূলস্তম্ভ থাকে, আওয়ামী লীগ সরকার সব স্তম্ভকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। বিচার বিভাগ স্বাধীন থাকার কথা ছিল।’

তিনি বলেন, ‘মানুষ বিচার পাওয়ার জন্য শেষধাপ হাইকোর্ট, সুপ্রিমকোর্টে যায়, অথচ এখানেও চরম দলীয়করণ করেছে আওয়ামী লীগ। প্রধান বিচারপতি এস কে সিনহা শুধুমাত্র কিছু বক্তব্য দেওয়ার কারণে তাকে দেশ থেকে অপমানিত করে বের করে দেওয়া হয়েছে। উচ্চ আদালতের যদি এ অবস্থা হয়, নিম্ন আদালতের তাহলে কী অবস্থা হতে পারে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন