English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

একদিকে মানুষ পুড়ছে অন্যদিকে গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার: রিজভী

- Advertisements -

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চট্রগ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা জাতি যখন শোকে কাতর সেই সময়ে গ্যাসের দাম বাড়িয়ে সরকার দেশের মানুষকে আরও শোকাচ্ছন্ন করেছেন। একটা পাশবিক, সন্ত্রাসী মাফিয়া টাইপের সরকার ক্ষমতায় না থাকলে এমন ঘটনা ঘটতো না। একদিকে মানুষ জ্বলছে পুড়ছে। আর অপরদিকে সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে।

মনে পড়ছে সেই বিখ্যাত প্রবাদ- যখন রোম পুড়ছে তখন বাঁশি বাজাচ্ছেন সম্রাট নিরো। আমাদের দেশেও তাই হচ্ছে।
আজ সোমবার (৬ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের উদ্যোগে, গ্যাস বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আগে বিক্ষোভ মিছিলের চেষ্টা হলে তাতে পুলিশ বাধা দেয়। এতে অংশ নেন মহিলা দলের সুলতানা আহমেদ, নায়েবা ইউসূফ, রুনা লায়লা, রুমা আক্তার প্রমুখ।
রিজভী বলেন,‘প্রধানমন্ত্রী আপনি কত বিবেকহীন। এত বড় ট্রাজেডি ও হৃদয় বিদারক ঘটনা আড়াল করার জন্য আপনি জাতিকে উপহার দিলেন গ্যাসের দাম বৃদ্ধি করে। উৎপাদন পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধির কারণে এখন বিদ্যুতের দাম বাড়বে। পাশাপাশি কৃষি, শিল্প উৎপাদন খরচ বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরও বাড়বে।

রিজভী বলেন, গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি করা হলো তাতে যারা সাধারণ চাকুরীজীবি তাদের জন্য গ্যাসের চুলা জ্বালানো কঠিন ব্যপার হয়ে গেল। এটার একটা চেইন রিয়েকশন তৈরি হবে প্রত্যেকটি ক্ষেত্রে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন