বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, সেন্টমার্টিন ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে আমাদের শক্তি নিয়ে দাঁড়ানো উচিত। আলাপ-আলোচনায় বিষয়টি সমাধান হলে ভাল। তবে তাদের বুঝিয়ে দিতে হবে, অন্য কিছু করে তারা পার পাবে না। আমাদের দেশ আমরা রক্ষা করবো।
সোমবার রংপুর জেলা মডেল মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, সেন্টমার্টিন ইস্যুতে সরকারের অবস্থান নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। মিয়ানমার কি করতে চাচ্ছে আমরা বুঝতে পারছি না। কতটুকু অগ্রসর হলে আমরা মনে করবো তারা আমাদের উপর আক্রমণ করবে। এসব বিষয় আমাদের কাছে পরিস্কার নয়। সেন্টমার্টিনে মানুষ যেতে পারছে না, আবার সেখান থেকে আসতে পারছে না। তারা সব সময় ঝুঁকিতে রয়েছে।
জিএম কাদের আরও বলেন, ঈদ উৎসবে যারা আনন্দ করতে পারছে না তাদের পাশে স্বচ্ছলদের দাঁড়াতে হবে। এককভাবে আমরা ঈদ উদযাপন করতে পারি না। দেশের সকল মানুষ ঈদ উদযাপন করুক এবং অসহায়দের যেন আমরা কাছে টেনে নেই।
বিরোধী দলীয় নেতা বলেন, ঈদের দিনে আমার প্রত্যাশা অসহায়-গরীব মানুষ যেন স্বচ্ছলতা ফিরে পায়। আমরা সম্মিলিতভাবে যেন দেশকে এগিয়ে নিতে পারি। একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যেখানে বৈষম্য, অন্যায়, অবিচার থাকবে না। আল্লাহর কাছে এই দোয়া করেছি।
ঈদের প্রধান জামাতে বিরোধী দলীয় নেতা ছাড়াও রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। এর আগে সকাল সাড়ে ৭টায় রংপুর শিক্ষা অফিস মসজিদ, পৌনে ৮টায় রংপুর পুলিশ লাইন্স মসজিদ, সকাল সাড়ে ৮টায় কেরামতিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ঈদের প্রধান জামাতের সাথে সংগতি রেখে জেলার ৮ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।