সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ফুটবল কোচ ও বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলাদেশের মেয়েদের এই অর্জন গৌরবোজ্জল। তারা প্রমাণ করেছে, প্রতিবেশী সব রাষ্ট্রের চেয়ে ফুটবলে আমাদের মেয়েরাই সেরা। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে তারা। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে বাংলাদেশের মেয়েরা এই গৌরবের ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ হবে। এই সাফল্য নারীদের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।