English

30 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
- Advertisement -

আল্লামা শফী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

- Advertisements -

তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আল্লামা শফী হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তিনি বলেন, ‘নির্যাতনের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার বিষয়টি স্পষ্ট এবং তখনকার পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের বিভিন্ন চিত্র প্রকাশিত হয়েছিল।’

আজ বুধবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ দাবি করেন তিনি। সেখানে সাংবাদিকরা আল্লামা শফী হত্যা মামলায় বাবুনগরী ও মামুনুলসহ ৪৩ জনের বিরুদ্ধে পিবিআই’র দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী আরও বলেন, ‘নির্যাতনের মাধ্যমে মওলানা শফীর মৃত্যুর ঘটনার বিচার চেয়ে তার পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।’

ড. হাছান বলেন, ‘হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শতবর্ষী মওলানা শফীর চরম অসুস্থতাকালে তার কক্ষ ভাংচুর করা, হাসপাতালে নেবার পথে এক ঘণ্টা গাড়ি আটকে রাখা, অক্সিজেন টিউব খুলে নেয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা- এ সবই সবাই দেখেছে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

মা পদক পাচ্ছেন ডলি জহুর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন