জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করি না, এটি ঠিক নয়। সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, জনগণ এখন আমাদের আওয়ামী লীগের দালাল বলে।’
তিনি আরো বলেন, ‘আর কত বলব? আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তার পরও যদি আপনাদের মন না ভরে, তাহলে তো কিছু করার নেই।’
গতকাল জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ পাসের আলোচনায় অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাপা মহাসচিব এসব কথা বলেন।