ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হলেন অভিনেত্রী তানভীন সুইটি। এবারই প্রথম আওয়ামী লীগের সাংগঠিনক কোনো কমিটিতে পদ পেলেন সুইটি। গত রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন। কমিটিটি আজ প্রকাশ করা হয়।
উপকমিটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তানভীন সুইটি কালের কণ্ঠকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। মহিলা বিষয়ক উপকমিটিতে স্থান পাওয়ায় আমি আনন্দিত। আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি আপার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কমিটিতে স্থান পাবার মধ্যে দিয়ে নারীদের জন্য আরও বেশি কাজ করতে পারব। এটি আমার জন্য খুশির বিষয়।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জে আমার বাড়ি হবার সুবাদে পারিবারিক ভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার পরিচয় ছিল। ধীরে ধীরে কখন যে এই রাজনীতির স্রোতে ঢুকে গেছি তা আমি নিজেই জানি না। অনেক দিন ধরেই আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সক্রিয় আছি। নিয়মিত বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়ে আসছি। এখন উপকমিটিতে স্থান পাবার মধ্যে দিয়ে সাংগঠনিক কাজের পরিধি আরও বেড়ে গেল।’
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আপনি একটি জায়গাকে নিজে ধারণ করতে না পারবেন, মায়া করতে না পারবেন, ভালবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে থাকতে পারবেন না। দেখা যাবে আপনি পাখির মতো অন্য জায়গায় উড়ে যাবেন। আমি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, সে পথেই থাকতে চাই। সে কারনেই আওয়ামী লীগের সঙ্গে চলছি।’