English

22 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

আইনের অপব্যাখ্যা দিয়ে খালেদাকে আটকে রাখা হয়েছ: রুহুল কবির রিজভী

- Advertisements -

বেগম খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা না করে আইনের অপব্যাখ্যা দিয়ে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর শেখানো বক্তব্যই দিচ্ছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বেগম জিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। গতকাল (বুধবার) আইনমন্ত্রী বলেছেন বেগম খালেদা জিয়া বিদেশে পাঠানো এটা আইনে নেই। আইনমন্ত্রী আপনিতো নিজের কথা বলছেন, আইনের কথা বলছেন না। আইনমন্ত্রী আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, এদেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। কিন্তু আমি বলি স্বাভাবিক মৃত্যুর নয়, মৃত্যুর পরেও এদেশের লাশেরও কোন গ্যারান্টি নেই।

গণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়ে রিজভী আরও বলেন, জনতার আন্দোলনে এই সরকারের রাজসিংহাসন উল্টে যাবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন