English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

অসুস্থ হাওলাদারকে দেখ‌তে হাসপাতালে জাপার শীর্ষ‌ নেতারা

- Advertisements -

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চি‌কিৎসাধীন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের দ্রুত রোগমু‌ক্তি কামনা ক‌রে‌ছেন দল‌টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দেরসহ শীর্ষ‌নেতারা।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ অসুস্থ হাওলাদারকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। এসময় তিনি শারীরিক অবস্থার খোঁজ নেন এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, লিয়াকত হোসেন খোকা এমপি, রেজাউল ইসলাম ভুইয়া, এমএ কুদ্দুছ খান, ইয়াহইয়া চৌধুরী, বেলাল হোসেনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও শুভানুধ্যায়ী হাওলাদারকে দেখতে হাসপাতালে যান।
এর আগে শনিবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির একটি অনুষ্ঠানে যাওয়ার সময় গাড়িতে বুকে ব্যাথা অনুভব করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিনিয়র কনসালটেন্ট ডা. কাইসার নসরুল্লাহ খানের তত্বাবধানে আছেন।
রুহুল আমিন হাওলাদারের সহধর্মিণী রত্না আমিন হাওলাদার তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন