আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশ। এত ছোট একটা দেশ। এখানে মাথাপিছু কৃষি জমির পরিমাণ পৃথিবীতে সর্বনিম্ন, আয়তনের দিক দিয়ে নিরানব্বইতম, জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ। এরপরও কৃষিখাতে অসম্ভবকে সম্ভব করেছে বাংলাদেশ।
ড. হাসান মাহমুদ বলেন, সরকার যদি ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাস, বিদ্যুৎ দিতে না পারত, ইন্ডাস্ট্রিগুলোতে অন্যান্য যে সুযোগ-সুবিধা প্রয়োজন তা দিতে না পারত তাহলে এটি কখনো সম্ভব হত না।
আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী বলেন, আস্থা একটি সম্পর্কের নাম যার সাথে জড়িয়ে আছে গ্রামীণ প্রান্তিক খামারিরা। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে খামারিদের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের মানুষের জন্য প্রাণিজ আমিষ উৎপাদন ও বিপণন করা এই সম্পর্কের নাম আস্থা।
আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর উপদেষ্টা মোহাম্মদ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী, নারায়ণগঞ্জ-২ (আড়াই হাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) লিয়াকত হোসেন খোকা, সাবেক এমপি কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ অ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।