আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাস ও অফিসসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ছাড়া বিএনপির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি।’
আজ রবিবার নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘অপশক্তির শক্তির সঙ্গে আঁতাত করে দেশের সম্প্রীতি বিনষ্ট করতে চায় বিএনপি।’
বিএনপিকে শান্তির ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শান্তির ভাষায় কথা না বললে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
সকালে নাটোর শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সাত বছর পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উচ্ছ্বাস।