English

18 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

অতি বিপ্লবী হয়ে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না: মির্জা ফখরুল

- Advertisements -

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অতিবিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না। এই মুহূর্তে সব বদলে দেবো বা এটা ওটা করে ফেলবো, তা হয় না। ধাপে ধাপে এগিয়ে যেতে হয়।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গ্রন্থ আড্ডায়’ তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচারের আমলে কেউ কথা বলার সাহস না পেলেও এখন সবাই দাবি আদায়ে মাঠে নেমেছে। ধৈর্যচ্যুত হওয়া যাবে না। এই সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা না থাকায় ভুল-ত্রুটি হচ্ছে। তারা একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছেন। গণতন্ত্র ফিরে এলে এসব ঠিক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘অনির্বাচিত সরকারের চাইতে নির্বাচিত সরকারের সমস্যা সমাধানের ক্ষমতা বেশি থাকে। ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সাধারণ মানুষ কিন্তু বয়ান বা বক্তব্য খুব একটা বোঝে না। আর এখন আড্ডা তো খুব একটা হয় না। যা হয় তা সব মোবাইলের মধ্যে। রাজনৈতিক বলেন, পারিবারিক বলেন সব কথাই এই মোবাইলে চলে এসেছে। প্রযুক্তির কারণে অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। যার ফলে আমরা একে অপরের চিন্তাভাবনার ফারাকটা বুঝতে পারি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের বাংলাদেশে এখন অনেক সমস্যা। যার মধ্যে বড় সমস্যা শিক্ষা ব্যবস্থার মান। যা এত নিচে নেমে গেছে যে গত কয়েক বছরে অনেক স্কুল, অনেক কলেজ হয়েছে কিন্তু খোঁজ নিলে দেখা যাবে সেখানে টিচার নেই। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান চলছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এই যে এত এত শিক্ষার্থী পড়াশোনা করছে- তারা সাইন্স, কমার্স না পড়ে সাধারণ বিএ পড়ছে। এত সাধারণ শিক্ষার্থীকে বিএ পাস করিয়ে আপনি কি করবেন? সমাজে তাদের প্রয়োজনটা কি? কোন প্রয়োজন নেই।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন