রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই(নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজ বুধবার (৫ অক্টোবর) মোকামতলা হাইওয়ে ট্রাফিক ফাঁড়িতে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সড়কে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন আমরা মহাসড়কে কেনো ধরনের থ্রি হুইলার, নসিমন, অটোরিক্সা, ইজিবাইক, সিএনজি মহাসড়কে চলতে দিচ্ছি না।তারপরও যদি এগুলো আমাদের অগোচরে মহাসড়কে উঠে এবং পাওয়া যায় তবে সেগুলো আটক করে মামলা দেওয়া হচ্ছে।
এসময় তিনি নিসচা’র সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ও নিসচা’র সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাসদেন।
মতবিনিময় সভাশেষে তিনি বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে বাস, ট্রাক, মোটরসাইকেল আরোহীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোকামতলা ট্রাফিক ফাঁড়ির টি আই হাসানুজ্জামান হায়দার, নিরাপদ সড়ক চাই(নিসচা) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ সোহাগ আহমেদ, কার্যনির্বাহী সদস্য আব্দুর রহিম, আসাদুল্লাহ, রবিউল ইসলাম, সেলিম হোসেন প্রমূখ।