জনগনের প্রত্যাশিত সড়ক পরিবহণ আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন চাই- এই দাবীতে নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর জরুরী সংবাদ সম্মেলন আজ ১ নভেম্বর রোববার সকালে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়।
তারই অংশ হিসাবে নিসচা রাজশাহী জেলা শাখা রাজশাহী মহানগরীর কাজিহাটা গ্রেটার রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহ্সান টিটু।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সাংগঠনিক সম্পাদক ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ। তারা সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং মত বিনিময় করেন।
সড়ক পরিবহণ আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবীতে নিসচা রাজশাহী জেলা শাখার সংবাদ সম্মেলন
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন