English

20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

সড়ক দুর্ঘটনারোধে চালক-মালিকদের নিয়ে শিবগঞ্জ নিসচা শাখার ​সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক মতবিনিময়

- Advertisements -

২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই(নিসচা) বগুড়া শিবগঞ্জ উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৩অক্টোবর) সকাল ১১ টায় ভাইয়েরপুকুর বন্দরে চালক-মালিকদের নিয়ে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হুসাইন শরীফ সঞ্চয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইজিবাইক সমবায় সমিতির সভাপতি ইয়াছিন আলী, পরিবহণ ব্যবসায়ী সাখাওয়াত হোসেন।
বক্তব্য রাখেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, নিসচা সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম, শেখর সরকার টুটুল, শরিফুল ইসলাম, ভাইয়ের পুকুর সিএনজি স্ট্যান্ড সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি, মাসুম, কোষাধক্ষ্য নুরুল ইসলাম, ভায়ের পুকুর ইজিবাইক সমবায় সমিতির সহ-সভাপতি শাকিল হাসান। উক্ত অনুষ্টানে সার্বিক সহযোগীতা করেন সিএনজি স্ট্যান্ড সমবায় সমিতির সভাপতি কামরুজ্জামান।
অনুষ্টানের শুরুতেই দুর্ঘটনায় কবলিত কিছু চালক আবেগ আপ্লুত হয়ে সড়ক দূর্ঘটনার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বক্তারা সড়ক দুর্ঘটনার কারণ, গাড়ি চালক ও মালিক হিসেবে কি কি দায়িত্ব এ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে চালক- মালিকেরা নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখা সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং তারা নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সকল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরিবহন সংশ্লিষ্ট শতাধিক মালিক, চালক ও তাদের সহকারী এবং নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখার সদস্যরা উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন