মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ ঘটিকার সময় বড়লেখা পৌরসভা হল রুমে বড়লেখা পাবলিকেশন সোসাইটি কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়।
বড়লেখা পাবলিকেশন সোসাইটি’র সভাপতি মাহতাব আল মামুনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম শিরুলের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী , বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর কবির আহমদ,সমাজসেবক আব্দুল কুদ্দুস স্বপন,জাকির হোসেন সহ প্রমূখ।
উল্লেখ্য, নিরাপদ সড়ক (চাই) নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন কার্যকরী কমিটির সদস্য আহমেদ নোমান ও অপুজিত দাস।