English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থের মাঝে কক্সবাজার নিসচা কমিটির ছাগল বিতরণ

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা কমিটির আয়োজনে দোয়া মাহফিল ও ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ডিসেম্বর) দুপুরে চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার মিলনায়তনে নিসচা’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নিসচা’র জেলা কমিটির সভাপতি ও দৈনিক মেহেদী প্রধান সম্পাদক জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আবু মুছা, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম আর মাহমুদ, নিসচা’র জেলা কমিটির সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সাংবাদিক এম.মনছুর আলম, নিসচা’র জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো.হাকিম আলী, সাংবাদিক জহিরুল আলম সাগর, নিসচা’র সদস্য মোহাম্মদ হারুন, মাষ্টার মহিউদ্দিন, আঞ্জুমান আরা বেগম ও খতিজা বেগম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না। যার পরিবারে দুর্ঘটনা ঘটে, তারা ছাড়া আর কেউ তা বুঝতে পারে না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে চালক, পথচারী, যাত্রী ও সংশ্লিষ্টদের অসচেতনতার কারণে ও আইনের প্রয়োগের অভাবে দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিনি সকলকে আইন মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোহাম্মদ আলী।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন