আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ২২ শে অক্টোবর পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই নিসচা উত্তরা শাখার উদ্দোগে মাসব্যাপী বিভিন্ন কর্মসুচীর অংশ হিসাবে আজ উত্তরার ১৩ নং সেক্টরে লেক পার্কে পথচারী, সাধারণ নাগরিক ও প্রবীণ নাগরিদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে বক্তব্য প্রদান করেন, নিসচা উত্তরা শাখার আহবায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব আনোয়ার হোসেন, কার্যক্রম কমিটির আহ্বায়ক কবির আহমেদ, ফজলুল হক খান। সিকদার, প্রাক্তন সাংসদ বাঞ্ছারামপুর, সদস্য নাসিমা হাসান, কাওসার আহমেদ, সাব্বির আহমেদ, সেক্টর-১৩ ওয়েলফেয়ার সোসাইটি এবং অন্যান্য অতিথিরা।