নিরাপদ সড়ক চাই সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখা সড়ক নিরাপত্তায় জোরালো ভাবে কাজ করে যাচ্ছে।
তাদের কার্যক্রম সত্যই প্রশাংসানীয়। আমি আশা করি নানা কর্মসূচির মধ্যদিয়ে নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলা শাখা সড়ক নিরাপত্তায় জোরদার ভূমিকা রাখছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নিসচা শিবগঞ্জ উপজেলা শাখা কার্যালয়ে নিসচা’র উপজেলা সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম উপরোক্ত কথাগুলো বলেন। মত বিনিময় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হুসাইন শরীফ সঞ্চয়, ব্যারিস্টার তাজবিদ শরিফ সাম্য।
নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আল এমরান খন্দকার, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক মাস্টার সোহাগ আলী, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা কবির, সড়ক দূর্ঘটনা ও অনুসন্ধ্যান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক সাংবাদিক ইমরানুল হক, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান, কার্য নির্বাহী সদস্য শেখর চন্দ্র সরকার, শাহ কামাল তালুকদার, মিজানুর রহমান, আব্দুর রহিম, আসাদুল্লাহ, সেলিম হোসেন, গোলাম মোস্তফা, শরিফুল ইসলাম, উপজেলা যুব সংহতি’র সদস্য সচিব শেখ ফজলুল বারী,সাংবাদিক গোলজার রহমান প্রমুখ। এর আগে নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা শাখার ২০২২-২৩ ইং মেয়াদের নবগঠিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগামী ২ বছরের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনান্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও মতবিনিময় প্রধান অতিথিকে নিসচা উত্তরীয় ও উপহার সামগ্রী প্রদান করা হয়।