English

19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

লোহাগাড়ায় র‍্যালী ও সমাবেশের মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

- Advertisements -

লোহাগাড়া প্রতিনিধি: “আইন মেনে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ” শ্লোগানে চট্টগ্রামের লোহাগাড়ায় ‘নিরাপদ সড়ক চাই’ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (২২শে অক্টোবর) বিকালে উপজেলার আমিরাবাদ মোটর স্টেশনের চৌধুরী প্লাজার মাঠ থেকে একটি র‍্যালী শুরু হয়ে উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সেখানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নিরাপদ সড়ক চাই লোহাগাড়া শাখার সভাপতি মুজাহিদ হোসাইন সাগরের নেতৃত্বে আয়োজিত র‍্যালীতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। র‍্যালী শেষে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান এম ইব্রাহিম কবির। এসময় আধুনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সংগঠক ও সাংবাদিক কাইছার হামিদ, লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন বাচ্চু, সংগঠনের যুগ্ম-সম্পাদক সাত্তার সিকদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এসময় সংগঠনের সংগঠনের সহ-সভাপতি ডা: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম. আবদুল্লাহ বাবলু, সাংস্কৃতিক সম্পাদক দিদারুল ইসলাম, কার্যকরি পরিষদ সদস্য সোহাগ মিয়া, ইন্জিনিয়ার তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, নাজিম উদ্দীন নিয়াজ, ব্যাংকার নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, কবি সোলাইমান, এম.এ লতিফ, ফাহাদ ইবনে হাশেম, ভিক্ষু উপায়ন বড়ুয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী  বুলবুল আক্তার, নারী সংগঠক কবি সাইফুন্নেছা ঝুমুর, তরুণ সংগঠক আরিয়ান মামুনসহ সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারণে দেশের সড়ক মহাসড়ক গুলোতে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটছে। এই সড়কে  দুর্ঘটনায় আমাদেরই আপনজনকে হারাতে হচ্ছে। একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারের সারাজীবনের কান্না হয়ে দাঁড়াচ্ছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন