২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গতকাল ২৬ শে অক্টোবর বুধবার ইস্ট লন্ডনের ক্যাফে কর্নার রেস্টুরেন্টে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের পক্ষ থেকে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিমেরসভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচলনায় ২২শে অক্টোবর নির্মম সড়ক দুর্ঘটনায় নিহত প্রয়াত জাহানারা কাঞ্চনের রুহের মাগফেরাত কামনা এবং নিরাপদ সড়ক চাই এর সভাপতি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মনাজাত পরিচলানা করেন কলিন্সউড মসজিদের খতিব হাফিজ মাওলানা খায়রুল ইসলাম।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস্ বারার কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব মোসাব্বির খান, লিয়াকত আলী, মোশারফ খান ও আরুক চৌধুরী।
কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান চৌধুরী , তায়েফ সারওয়ার, মোহাম্মদ আলী , বেলাল চৌধুরী , মোজাহিদ আহমেদ লিটন , রফি চৌধুরী , আরিফুল ইসলাম , আব্দুল আমিন , রিয়াজুল আহমেদ রাজ , জুবের হোসাইন , জি এম ফরিদ হোসাইন , রহিমা খাতুন , মোহাম্মদ শুক্কুর , ফারজানা আক্তার, রিপন ভুঁইয়া ,শাহেদ আহমেদ ,শামীম মিয়া সহ আরো অনেকেl
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে, বক্তারা নিরাপদ সড়ক চাই এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং কিভাবে সড়ক দুর্ঘটনা আরো কমিয়ে আনা যায় সে সব বিষয়ে আলোচনা করেন ।