“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৩:৩০ ঘটিকায় মৌলভীবাজারের বড়লেখায় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসচেতনতামূলক পথসভা, স্টিকার ও লিফলেট বিলির মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নিসচা বড়লেখা’র উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিসচা পৃষ্টপোষক মাস্টার তারেক হাসনাত, আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অফিস সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, আইন বিষয়ক সম্পাদক আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন সহ প্রমূখ।
উল্লেখ্যঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ, গণপরিবহনে স্টিকার বিলি, জনসচেতনতা মূলক ট্রাফিক ক্যাম্পেইন, বৃক্ষরোপণ কর্মসূচি, সকল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ, চালক ও যাত্রীদের মধ্যে ফ্রি মাক্স বিতরণ, পরিবহন শ্রমিক, ট্রাফিক পুলিশ ও সুশীল সমাজের সাথে মতবিনিময়, স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক ক্যাম্পেইন, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা, জাহানারা কাঞ্চনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের জন্য দোয়া মাহফিল, বিভিন্ন ঝুঁকিপূর্ণ সড়ক, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পাশে জনসচেতনতা মূলক সাইনবোর্ড স্থাপন, সড়ক আইন সম্পর্কে সচেতনতাবৃদ্ধি মূলক প্রচারনা, সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সার্বিক খোঁজ-খবর রাখা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ আরও বিভিন্ন কর্মসূচি স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে।