মোঃ আলাল উদ্দিন: জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাগবে ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় চত্বরের যানজট নিরসন, সড়কের শৃঙ্খলা ফেরানো, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দুর্জয় চত্বরের ২০০ গজের মধ্যে কোন পরিবহন না থামানো এবং দুর্জয় মোড় থেকে স্থায়ীভাবে কাউন্টার সমূহ স্থানান্তর বিষয়ে আজ ২৫ নভেম্বর ২০২৪ সোমবার সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই( নিসচা) কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে নিসচা ভৈরব শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভৈরব শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শরীফুল হক জয়, সিহাব উদ্দিন তুহিন, আশিকুজ্জামান আলভি, মেহেদী হাসান, তৌফিকুর রহমান, মোহাম্মদ কাইজার, তৌফিক মিয়া, ইফতি সিকদার শাহরুখ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, সহ -সাধারণ সম্পাদক ও ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন কমিটির আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, উদযাপন কমিটির সদস্য সচিব ও মহিলা বিষয়ক সম্পাদক মিসেস সাবিনা ইয়াসমিন,সাংস্কৃতিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান পাটোয়ারী, প্রকাশনা সম্পাদক আলহাজ্ব সজিব আহমেদ, কার্যকরী সদস্য লতিফা হেলেন মুক্তা, দীপা নাসির, ফরহাদ আহমেদ, আশরাফুল আলম, হাজী জামান ও কবীর মিয়া প্রমূখ।
সভায় নিসচার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে খুব দ্রুত সময়ের মধ্যে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ বাসমালিক সমিতি শ্রমিক সমিতি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা সম্মিলিতভাবে এসব অনিয়ম, যানজট নিরসন, স্থায়ীভাবে দুর্জয় চত্বরের ২০০গজের মধ্যের কাউন্টার সমূহ স্থানান্তরের বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। এবং এখন থেকে নিসচা সহ ভৈরবের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতায় ভৈরবের বিভিন্ন অনিয়ম দুর্নীতি প্রতিরোধে কাজ করার কথা জানান ভৈরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।