তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ৩১তম কার্যদিবসে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদানের মধ্যেদিয়ে মাসব্যাপী পালিত কর্মসূচির সমাপ্তি হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় জফরপুর মাদ্রাসাতুল মা’ আরিফ প্রতিষ্ঠানের পরিচালকের নিকট বৃক্ষবন্ধু নার্সারির সৌজন্যে ফলজ গাছের চারা হস্তান্তর করে নিসচা বড়লেখা উপজেলা শাখা এবং একজন চিকিৎসাধীন মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেন নিসচার কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য কামরুল ইসলাম।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিসচার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান, পরিবহন শ্রমিক সমাবেশ, শিক্ষক সমাবেশ, শিক্ষার্থী প্রশিক্ষণ, সুশীল সমাজের সাথে মতবিনিময়, বাস ষ্ট্যান্ডে পরিবহন মালিক-শ্রমিক সমাবেশ, সচেতনতামূলক ক্যাম্পেইন, উলাম মাশায়েখ, ব্রাহ্মণ সংসদ ও সুশীল সমাজের সাথে সুধী সমাবেশের আয়োজন, মতবিনিময়, সাংবাদিক সম্মেলন, আলোচনাসভা, গোলটেবিল আলোচনা, সেমিনার, ট্রাফিক ক্যম্পেইন, র্যালি, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান, সচেতনামূলক লিফলেট বিতরণ, কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়, পোস্টার প্রকাশ, ব্যানার-ফেস্টুন স্থাপন, সড়কে বিভিন্ন ঝুঁঁকিপূর্ণ পয়েন্টে সতর্কতামূলক প্রচার ও নির্দেশিকা স্থাপন, স্বেচ্ছায় রক্তদান, শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজা মন্ডপে আগত দর্শনার্থী ও যাত্রীদের মাঝে সচেতনতা মূলক প্রচারাভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ ৩০ টি কর্মসূচি পালন করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
এছাড়াও নিসচার ইতিহাস বদলে ফেলা এবং ইলিয়াস কাঞ্চনের প্রতি বৈষম্যমূলক আচরনের প্রতিবাদে সূধী সমাবেশ, শিক্ষার্থী সমাবেশ, প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি, প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশসহ সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।