English

23 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে বণিক সমিতি ও সিএনজি চালকদের সাথে নিসচা শাখার জনসভা অনুষ্ঠিত

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ সড়কের বিশৃঙ্খলা ও দুর্ঘটনারোধকল্পে আজিমগঞ্জ বাজারে বণিক সমিতি এবং সিএনজি চালকদের সাথে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির আজ ১৫ তম কার্যদিবসে সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisements

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় আজিমগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনারোধে এই জনসভায় বণিক সমিতি, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও পরিবহন চালক উপস্থিত ছিলেন।

Advertisements

নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি ও মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন আজিমগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি মো. তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ, নিসচার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, গোলাম কিবরিয়া, উদযাপন কমিটির সদস্য সচিব মো. জমির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সিএনজি পরিচালনা কমিটির ম্যানেজার শাহিন আহমদ, নিসচার দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যকরী সদস্য আশফাক আহমদ, আব্দুল হামিদ, আফজাল হোসেন রুমেল, এমরান আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্ঘটনারোধে চালকদের সচেতনতার কোনো বিকল্প নেই। তার পাশাপাশি যাত্রীদেরও বিশেষ ভূমিকা পালন করতে হবে। অনেক সময় দেখা যায় সিএনজির ডান পাশ দিয়ে যাত্রীরা উঠানামা করেন যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনারোধে সিএনজির ডানপাশ বন্ধ করণ করলে সেটা থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাবে। বণিক সমিতিও স্থানীয়ভাবে সড়কে শৃঙ্খলায় বিশেষ ভূমিকা রাখতে পারেন এবং সচেতনতা বিষয়ে চালকদের বিশেষভাবে সতর্ক করে দেয়া হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন