বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখা পৌর শহরের উত্তর বাজারের মারুফ ভেরাইটিজ স্টোরের পরিচালক মারুফ আহমদ (২৪) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর সার্বিক খোঁজ-খবর নিতে পাশে দাড়িয়েছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (৬ মার্চ) রাত ৯ টায় তাকে দেখতে ও সার্বিক খোঁজ-খবর নিতে সিলেট ইবনে সিনা হাসপাতালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্টপোষক শরফ উদ্দিন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম ও অর্থ সম্পাদক মারুফ হোসাইন। এসময় নিসচা নেতৃবৃন্দরা সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন মারুফের সাথে সার্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, প্রায় ৪ দিন পুর্বে মোটরসাইকেল চালনা করে দোকানে আসার পথে পৌর শহরের হাটবন্দস্থ এলাকায় আঞ্চলিক সড়কে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন।
মারুফ আহমদের জন্য নিসচা নেতৃবৃন্দরা সকলের নিকট দোয়া কামনা করেন।