তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর আলোকে সড়ক দুর্ঘটনারোধে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা ও লিফলেট বিতরণ করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১২ টায় পৌর শহরের হিফজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক আলোচনায় সড়ক দুর্ঘটনারোধে নানা বিষয়াদি তুলে ধরেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য শাহাব উদ্দিন, শাকিল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় শিক্ষার্থীদের ট্রাফিক আইন ‘শিখি, সড়কে নিরাপদ থাকি’ এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে সচেতনতামূলক বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।