তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ দেশব্যাপী শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম। তারই ধারাবাহিকতায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ও প্রশাসনের উপস্থিতিতে কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
রোববার (৯ জুন) বিকেল ৩ টায় বিভিন্ন ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করেন ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলী, ট্রাফিক পুলিশ বিলাল হোসেন, বিল্লাল হোসেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ছাদিকুর রহমান, জাকারিয়া আহমদ, সাহাব উদ্দিন প্রমুখ।
কার্যক্রম শুরুর পর তেল নিতে আসা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের ‘নো হেলমেট, নো ফুয়েল’ সম্পর্কিত আইন মানতে তাদের প্রতি আহবান জানানো হয়।
এসময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ আলী বলেন- যারা মোটরসাইকেল চালায়, হেলমেট তাদের জন্য খুব জরুরি। তাই পেট্রোল পাম্পগুলোতে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিসচা বড়লেখা শাখার সময়োপযোগী এই পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। নিসচা প্রতিনিয়ত দেশের কল্যাণে কাজ করে। জনস্বার্থে তাদের এই উদ্যোগের সাধুবাদ জানাচ্ছি। জ্বালানি না পেলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। ফলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটা কমে যাবে। পাশাপাশি আমাদের এ অভিযান চলমান থাকবে। এ জন্য সবার মাঝে জনসচেতনতা খুবই জরুরি। একটি জীবনের মূল্য আছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে।