তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী চলমান কর্মসূচির ২৬ তম দিনে ধারাবাহিক কর্মসূচির আলোকে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার উদ্যোগে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যাবহারে উদ্বুদ্ধ করনে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের প্রানকেন্দ্রে উত্তর চৌমুহনীর বড়লেখা-বিয়ানীবাজার ও শাহবাজপুর আঞ্চলিক মহাসড়কে চলাচলরত মোটরসাইকেল চালকদের সচেতন করা হয়। যাদের হেলমেট নেই তাদের হেলমেট সম্পর্কে সচেতনমুলক নানা দিকনির্দেশনা প্রদান করেন নিসচা নেতৃবৃন্দরা। মোটরসাইকেল চালকের পাশাপাশি আরোহীদেরও বাধ্যতামুলক হেলমেট ব্যবহারের ওপর উদ্বুদ্ধ করা হয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ক্যাম্পেইনে অংশগ্রহন করেন দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য সাহাব উদ্দিন, সায়দুল আহমদ, আজাদ আহমদ, অসিম কর প্রমুখ।