তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে তিন দিনের টানা বৃষ্টিতে বড়লেখা উপজেলার বিভিন্ন বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পৌর শহরের একাংশে আদিত্যের মহাল বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ষাটমা ছড়ার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে কয়েকটি বসতবাড়ীতে তলিয়ে যায়। ষাটমা ছড়ার পাড় ভাঙ্গনের ফলে আশেপাশের বসতবাড়িতে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে স্থানীয় ভুক্তভোগীদের নিয়ে ভাঙ্গন রোধকল্পে বাঁধ নির্মাণ করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, কার্যনির্বাহী সদস্য শাহাব উদ্দিন, জাকারিয়া আহমদ, ছায়দুল আহমদ, সমাজকর্মী জয়নাল আবেদিন, সাহেদ আহমদ, বুলবুল আহমদসহ স্থানীয় জনসাধারণ।
উল্লেখ্য, বড়লেখা পৌর শহরে তিন দিন থেকে পানিবন্ধিদের বিভিন্নভাবে সহযোগিতা করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।