English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

বড়লেখায় ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ৫ম দিনে নিসচা’র প্রচারণা ও সড়ক শৃঙ্খলা কার্যক্রম

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী ধারবাহিক বিশেষ কর্মসূচির আলোকে জনস্বার্থে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সচেতনতা মূলক প্রচারণা ও সড়ক শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৪ জুন) বড়লেখা পৌর শহরে বিকেল ৪ টায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, শাহরিয়ার শাকিল, জাকারিয়া আহমদ, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ, আব্দুস সামাদ, পাবেল আহমদ, শাহিন আহমদ, দেলোয়ার হোসেন প্রমুখ।

নিসচা নেতৃবৃন্দরা জানান, আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচির আলোকে আজ ৫ম দিনে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে নিসচা জনস্বার্থে বড়লেখা উপজেলায় সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক প্রচারণা ও সড়ক শৃঙ্খলা কর্মকান্ড পরিচালনা করছে।

এসময় ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন যানবাহন চালকদের গতিসীমা মেনে গাড়ি চালনা করা, জনসাধারণকে ফিটনেসবিহীন গাড়িতে যাত্রী না হয়ে উঠতে উদ্বুদ্ধ করা, সড়ক আইন মানতে সকলকে উদ্বুদ্ধ করা, মোটরসাইকেল চালকদের ষ্ট্যাণ্ডার্ড হেলমেট পরিধান করা, ফুটপাত বিহীন রাস্তায় ডান দিক দিয়ে চলাচল করা, নেশাগ্রস্ত অবসাদ অবস্থায় গাড়ি চালনা থেকে বিরত থাকা, যত্রতত্র গাড়ি পার্কিং না করাসহ সচেতনতা মূলক প্রচারণা করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন