বগুড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফলভাবে শেষে সারা দেশের ন্যায় এক যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নিরাপদ সড়ক চাই, বগুড়া জেলা শাখার আয়োজনে নিসচা কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই নিসচা বগুড়া জেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সড়ক নিরাপত্তার প্রতিটা বিষয়কে গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক চাই এবারের নিরাপদ সড়ক দিবসের কর্মসুচী পালন করার তথ্য তুলে ধরেন।
মাসব্যাপী কর্মসূচিতে সারা দেশে ও বিদেশে শাখা সংগঠনগুলো মোট ১১৩৭টি কর্মসূচি পালন করেছে। এর মধ্যে বগুড়া জেলা শাখা প্রায় ১০হাজার শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গণসচেতনতায় কাজ করেছে। সড়ক পরিবহন আইন ২০১৮ পুরোপুরি কার্যকর এবং যথাযথ বাস্তবায়নের জন্য চুড়ান্ত বিধিমালা জারি করার দাবী জানিয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধরন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, নিসচা বগুড়া শাখার সহ সাধারন সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, তারাজুল ইসলাম সাদিক, শহিদুল ইসলাম প্রমুখ।