দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিসচা উপজেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় পার্বতিপুর বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য রেলী বের করা হয়।
রেলীটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিসচা উপজেলা শাখার সভাপতি খাজানুর হায়দার লিমন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশ্রাফ ইসলাম,নিসচা ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল,সহ-সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,সড়ক দুর্ঘটনা গবেষণা ও অনুসন্ধান সম্পাদক আব্দুল হানিফ সুজন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক সোহাগ কিবরিয়া, সাংস্কৃতিক সম্পাদক শাহাজাহানসহ আরো অনেকে।
আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। শেষে মরহুমা জাহানারা কাঞ্চন এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভায় যোগদান করে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এর দিক নির্দেশনা মুলক বক্তব্য উপভোগ করেন উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন