সড়ক আইন-২০১৮ চূড়ান্ত অনুমোদনের দাবীতে ভোলায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। আজ ১০/১০/২০২২ ইং তারিখ রোজ সোমবার সকাল ১১.০০ ঘটিকার সময় সড়ক আইন-২০১৮ চূড়ান্ত অনুমোদনের দাবীতে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
উক্ত স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ভোলা জেলা শাখার সম্মানিত আহবায়ক মোঃ মাকসুদুর রহমান, সদস্য সচিব মোঃ সোলায়মান মামুন, ভোলা সদর উপজেলার আহবায়ক মনির হোসেন, সদস্য সচিব মোঃ মেহেদি হাসান, ১ম যুগ্ম আহবায়ক মোঃ মহসিন, যুগ্ন আহবায়ক মোঃ সহিদ, নির্বাহী সদস্য নাজু, খায়রুল হাসান সহ আরো অনেকে।
এ সময় জেলা প্রশাসক মহোদয় নিরাপদ সড়কচাই (নিসচা) জেলা নেতৃবৃন্দকে আন্তরিক ভাবে ধন্যবাদ ঞ্জাপন করেন এবং তিনি বলেন নিরাপদ সড়ক চাই (নিসচা)র কর্মকান্ডে শৃঙ্খলা ফেরত আসছে। জাতীয়িনিরাপদ সড়ক দিবসে জেলা প্রশাসনের সম্মিলিত ভাবে নিরাপদ সড়ক চাই র্যালীতে অংশ গ্রহন এবং সড়কের শৃঙ্খলা ফেরাতে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়।