পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জনস্বার্থে আজ কমলগঞ্জ উপজেলা বিভিন্ন এলাকায় সড়কে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় রাস্তা চলাচলের বিভিন্ন যানবাহন কারিদের সচেতনতা মূল লিফলেট বিতরণ করা হয়। নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে উক্ত ক্যাম্পিং ও লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ শাখার সম্মানিত পৃষ্ঠপোষক হাফেজ এম ওহাব, নিসচা সহ সভাপতি বকুল আহমদ,নিসচা যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান কাওছার, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, কার্যকরী সদস্য মিজানুর রহমান, সহ অন্য সদস্যবৃন্দ।
ধন্যবাদ জানাই কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মহোদয় কে উনি প্রতিনিধি হিসেবে পুলিশ অফিসার্স বৃন্দকে পাটানোর জন্য।