পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয় এই স্লোগানে “নিরাপদ সড়ক চাই” (নিসচা) জাতীয় সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে রূপগঞ্জে আনন্দ র্যালি, মানববন্ধন ও সড়ক দু্র্ঘটনায় নিহত অসহায় পরিবারের মাঝে দুগ্ধজাত ছাগল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া।
অনুষ্ঠানে জেলা কমিটির সহ-সভাপতি গোলাম সাদেকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমেন মিয়া, এ আর জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক হাছান উদ্দৌলা, দূর্ঘটনা অনুসন্ধান সম্পাদক ও সাংবাদিক মো. সোহেল কিরণ, প্রচার সম্পাদক মোহসীন ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলাম শহীদুল, সদস্য হাবিব পাঠান, আক্তার হোসেন, অনিক ফয়সাল, কাজী মাহাবুব, রাকিবুল হোসেন রাকিব, জোনায়েদ আহাম্মেদ আকাশ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া বলেন, নিরাপদ সড়ক যেনো সময়েরই দাবি। এটা আপনার আমার সবার-ই প্রয়োজন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াছ কাঞ্চনের নেতৃত্বে আমরা জনসাধারণের মাঝে গণসচেতনতা তৈরিতে সচেতনতা মুলক সভা, লিফলেট বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছি। এছাড়াও করোনা মহামারীতে আমরা অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।