নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখার উদ্যোগে রোজাদার চালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার ইফতার পূর্বমূহুর্তে বগুড়া শহরে রাস্তায় চালক ও পথচারী রোজাদাররা গন্তব্যে ফিরতে ব্যস্ততা কাটাচ্ছে।
এসময় রোজাদারদের স্বস্তি দিতে বগুড়ার তেঁতুলতলা এলাকায় জেলার নিসচা এর নেতৃবৃন্দরা ইফতার সামগ্রী তাদের হাতে তুলে দেন।
এসময় নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সভাপতি রোটাঃ মোস্তাফিজার রহমান বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার পক্ষ থেকে এ উদ্যোগ নিয়েছি। ইফতারের ঠিক আগের মুহুর্তে আমাদের প্রতিনিধিরা বগুড়া শহরে পথচারী ও চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে।
নিসচা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ বলেন, নিসচা জেলা শাখার পক্ষ থেকে প্রায়ই সমাজিক কর্মকান্ডে অসহায় দুস্থ মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করি। তারই অংশ হিসেবে আজ বগুড়া শহরে শতাধিক পথচারীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দিতে পেরেছি।
এ উদ্যোগের জন্য রোজাদারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালবাসা পেয়েছি। নিসচা বগুড়া জেলা শাখার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আলআমিন, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, যুব সম্পাদক নাজমুল হুদা প্রমূখ।