জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে নিসচা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ টেবিল বৈঠক হয়।
নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ট্রাফিক ইন্সপেক্টর শামসুল আলম, নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার, ইউনবির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক জালালাবাদের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, নিসচা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফোয়াদ মনি তালুকদার, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, নিসচা জেলা শাখার সিনিয়র সদস্য আপ্তাব উদ্দিন, মানিক মিয়া, সাগর আহমেদ, নূর হোসেন পরান, হানিফ উল্লাহ সহ প্রমুখ।
টেবিল বৈঠকে নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার বলেন, আমরা দীর্ঘ দিন ধরে সড়কে সচেতনতা মূলক কাজ করে যাচ্ছি। আমাদের একটাই লক্ষ্য সড়কে যাতে আর কোনও প্রাণ ঝড়ে না যায়। আমরা কারো প্রতিপক্ষ নয় সবার সাথে মিলে মিশে কাজ করতে চাই। যাতে করে সড়ক দুর্ঘটনা শুন্যর কোঠায় নেমে আসে।