২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মহানগরীর সিটি পয়েন্ট এ জনসচেতনতামূলক পথসভা ও ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটা: এম ইকবাল হোসেন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজামান তফাদার মুক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এস এম পি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ডিসি) জনাব বি এম আশরাফ উল্লা তাহের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু স্বাগত বক্তব্য রাখেন নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল। পরে ট্রাফিক ক্যাম্পিংপরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগরের সহ-সভাপতি কামরুল ইসলাম,ডা: মনির চৌধুরী সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না দিদার আহমদ প্রচার সম্পাদক আহসান হাবীব,দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী আইন সম্পাদক হোসেন আহমদ যুব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সদস্য মনসুর আহমদ সাহিন হোসেন সমশের আলী কবির খান কয়েস আহমদ সাগর ডালিম আহনদ মাসুদ আহমেদ সুজন জাহিদুল ইসলাম নাজির আহমদ সাজিদুল ইসলাম আহমদ সুজন প্রমুখ।