বগুড়া জেলার সড়ক দুর্ঘটনা রােধে এবং যানযট নিরসনে কিছু প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে বগুড়া নিরাপদ সড়ক চাই জেলা শাখার পক্ষ থেকে আজ সকাল ১১টায় ধারাবাকিভাবে বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম) সেবা ও পৌর মেয়র রেজাউল করিম বাদশাকে স্বারকলিপি প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সভাপতি রোটা: মোস্তাফিজার রহমানের নেতৃত্বে স্বারকলিপি প্রদান করা হয়।
‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর ২০২১ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়া জেলার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ এই স্বারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।
দাবীগুলাে নিম্নরুপ
২. যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতঃ নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করতে হবে।
৩. শহরের মধ্যে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরােপ করতে হবে।
৪. সকল মােটর সাইকেল চালককে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে এবং এক জনের বেশী আরােহী বহন করা যাবেনা।
৫. বগুড়া জেলার তত্বাবধায়নে সকল মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা জোরদার করতে হবে।
৬. ওভার টেকিং, গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করা এবং উল্টোপথে গাড়ী চালানাে বন্ধ করতে হবে।
৭. শব্দ দূষণ নিয়ন্ত্রণে শহরের মধ্যে হর্ণ বাজানাে বন্ধ করতে হবে
৮. সকল অটোরিক্সার লুকিং গ্লাস ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।
৯. শহরের মধ্যে রাস্তায় অবস্থিত সকল সিএনজি, অটোরিক্সার স্ট্যান্ড অন্যত্রে স্থানান্তর করতঃ পৃথক ভাবে সুবিধাজনক স্থানে স্ট্যান্ডটি স্থানান্তর করতে হবে।
স্বারকলিপি গ্রহনকালে বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র দাবিগুলো গুরুত্বেরসাথে বিবেচনা করে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।
স্বারকলিপি প্রদানকালে আরো উস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সহ সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সহ-সাধারন সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল অমিন, দপ্তর সম্পাদক মোঃ জাইদুল ইসলাম, প্রচার সম্পাদক রওনক হাসান, অর্থ সম্পাদক সেলিম রেজা, ক্রিয়া সম্পাদক সেলিম, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক আজিজুল হাকিম, দপ্তর সম্পাদক জাহেদুর রহমান, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, সাধারন সদস্য, আসাফ উদ দৌলা ডিউক, শহিদুল ইসলাম প্রমুখ।