‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আজ শনিবার বগুড়া নিরাপদ সড়ক চাই জেলা শাখার আয়োজনে রেলওয়ে ষ্টেসনে যাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে এক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
বিকালে এই ক্যাম্পেইনে ট্রেন যাত্রীদের সাবধানে ট্রেনে ওঠার নিয়ম, যাত্রীদের অন্যের দেয়া খাবার না খাওয়া, তারাহুড়ো করে ট্রেনে না ওঠা এবং ট্রেনের আইন সম্পর্কে অবগত করা হয়।
সাধরন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগের নেতৃত্বে যাত্রী প্রশিক্ষণ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, বগুড়া রেল স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু, স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলাম, নিসচা বগুড়া শাখার সহ সাধারন সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু প্রমুখ।