জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালন উপলক্ষে মাসব্যাপী পালিত কর্মসূচির সমাপ্তি ঘোষণা।
নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার আয়োজনে সন্ধ্যা ৬.৩০ মিনিটে পাবনার বহুল আলোচিত ও প্রচারিত দৈনিক সিনসা পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচা পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন (কোয়েল), সমাপ্তি ঘোষণা করে বক্তব্য প্রদান করেন নিসচা পাবনা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা এস,এম মাহাবুব আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা পাবনা জেলা শাখার সহ-সভাপতি মান্নান ভূইয়া, আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসনায়েন বিপ্লব, প্রচার সম্পাদক ফজলুল হক সুমন, অর্থ সম্পাদক ফারুক হোসেনসহ বিভিন্ন পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিগন। সাংবাদিক সম্মেলন শুরু করবার প্রথমে কোরান থেকে তেলওয়াত পাঠ করা হয় ।