জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার ১০ অক্টোবর ২০২২ বেলা ১১টায় একযোগে সারাদেশে কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে স্হানীয় প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন২০১৮ এর বিধিমালা চুড়ান্ত ও অনুমোদনের জন্য স্মারকলিপি প্রেরণ করা হয়।
নিসচা নন্দীগ্রাম উপজেলার পক্ষ থেকে প্রদান করা হয়েছে। স্মারকলিপি গ্রহণ করেন নন্দীগ্রাম উপজেলা প্রশাসন। নিরাপদ সড়ক চাই এর পক্ষে স্মারকলিপি প্রদান করেন জনাব আলহাজ্ব মোঃ বদরুদ্দোজা তৌফিক, সভাপতি, নিরাপদ সড়ক চাই, নন্দীগ্রাম উপজেলা শাখা।
জনাব রাজু আহমেদ সাধারণ সম্পাদক নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখা। মোঃ আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক নিসচা,নন্দীগ্রাম উপজেলা শাখা। জনাব মোঃ আব্দুর রাজ্জাক সহ সভাপতি, জনাব রথীন্দ্রনাথ সরকার সহ সভাপতি , জনাব মোঃ আরিফুল ইসলাম চন্দন সহ সাধারণ সম্পাদক, নিসচা নন্দীগ্রাম উপজেলা শাখা।