খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: ১০-২২-২০২২ সোমবার সকাল ১১ টায় ডুমুরিয়া শাহাপুর রোডে প্রানি সম্পদ অফিসের সামনে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে থ্রি হুইলার গাড়ি, মোটরসাইকেল চালক ,পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া ফুলতলা মাননীয় সংসদ বাবু নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৫, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা ,ইউপি মেম্বারগণ, এবং নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, সাংস্কৃতিক সম্পাদক তুষার কান্তি দত্ত, কার্যকরী সদস্য সরদার বাদশা, গাজী সোহেল আহমেদ, তারক বিশ্বাস, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল কর্মীবৃন্দ।
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সড়ক দুর্ঘটনার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ট্রাফিক আইন সম্পৃক্ত লিফলেট বিতরণ কার্যক্রমে মাননীয় সংসদ বাবু নারায়ণ চন্দ্র বলেন, আমাদের সকলকে সড়ক আইন মেনে পথ চলতে হবে, সড়ক দুর্ঘটনার রোধে সকলকে সচেতন হতে হবে।
সড়ক দুর্ঘটনা কোন মরণব্যাধি নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। সড়ক দুর্ঘটনা রোধে কাজ করার জন্য নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে এমপি মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেন।