খান মহিদুল ইসলাম,ডুমুরিয়া: নিরাপদ সড়ক চাই ,ডুমুরিয়া উপজেলা শাখার কার্যকারী সদস্য সাংবাদিক গাজী সোহেল আহমেদ এর ৭তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান।
১৯-৫-২৩ বৃহস্পতিবার বিকাল ৫টায় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তিরত অসুস্থ লিজা বেগম (১৯) স্বামী মোঃ শরিফুল ইসলাম (২৪) কয়রা, পাইকগাছা কে স্বেচ্ছায় সপ্তমবারের মতো রক্তদান করলেন।
রক্তদান প্রসঙ্গে অসুস্থ লিজা বেগমের স্বামী শরিফুল ইসলাম বলেন তার স্ত্রীর প্রতি মাসে ২ থেকে ৩ ব্যাগ রক্ত দিতে হয়।
তার শরীরের রক্ত উৎপাদন ক্ষমতা নেই। ডাক্তার বলেছেন যত দিন বেঁচে থাকবে তথ দিন রক্ত দিতে হবে। তার পরিবার খুব অসচ্ছল এবং অসহায় হয়ে পড়েছেন।
চরম বিপদের মুহূর্তে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার সদস্য গাজী সোহেল আহমেদ ভাই আমার অসুস্থ স্ত্রীকে নিজ শরীরের রক্ত দিয়ে সুস্থ করেছেন, আমার পরিবার নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা এবং নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতি চির কৃতজ্ঞ থাকবো।
নিরাপদ সড়ক চাই একটি জাতীয় সামাজিক সংগঠন। নিসচা সদস্যরা নিরাপদ সড়কের দাবির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকেন ,অসুস্থ রোগীর পাশে থেকে রক্তদান তার একটি অংশ।